কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস ও সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অদ্য ১০ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালক মোঃ এনায়েত উল্লাহ। সংগঠনের যুগ্ম সম্পাদক এম এ আজাদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী বাচ্চু, সাধারণ সম্পাদক বিদর্শন বড়–য়া, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্ঠা শহিদুল ইসলাম দুলদুল, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, এম নুরুল হুদা চৌধুরী, সালমা বেগম, এম এ সালাম, মাস্টার জসিম উদ্দিন, রাজা মিয়া। উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক রনধীর বড়–য়া, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা শেখ মুক্তি, ছাত্র বিষয়ক সম্পাদক হাম্মী হারিছা হিমু, লায়ন এম এম ইউসুফ, জান্নাতুল ফেরদৌস জান্নাত। পবিত্র কোরআন তেলওয়াত করেন মৌলভী সাইফুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের অনুমোদিত ঘোষণাপত্র যাতে বৈষম্যমূলকভাবে আচরণ করা না হয়। প্রত্যেকের স্বাধীনতা, মর্যাদা, অধিকার প্রত্যেক দেশ ও মানুষকে সমানভাবে প্রয়োগ করার জন্য তিনি আহ্বান জানান এবং মানুষকে মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। সকলেই অধিকারের সুরক্ষায়, আমরা নিজ দায়িত্বে প্রত্যেকের অবস্থান থেকে মানব মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়পরায়নতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখব। প্রত্যেক মানুষের অধিকার নিশ্চত করার জন্য কাজ করা আমাদের কর্তব্য।