রাঙ্গুনীয়া প্রতিনিধি ॥ রাঙ্গুনীয়া থানার হারুয়ালছড়ি গ্রামের রাজারহাট ৫নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা অসহায় অশোক দাশগুপ্ত দীর্ঘদিন ঘরে বংশানুক্রমে পৈর্তৃক সম্পত্তি বসতভিটায় শান্তিপূর্ণ অবস্থায় বসবাস করে আসতেছে। হঠাৎ করে এলাকার কিছু ভূমিদস্যু মহল সন্ত্রাসী মহলের সাথে সংঘবদ্ধ হয়ে বসতভিটা থেকে উচ্ছেদ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানা যায়। যা বিগত ২৬.০৩.২০২৪ইং তারিখে রাত ১০টায় সময় অশোক দাশগুপ্তের বসতঘরে এলাকার কিছু সন্ত্রাসী লাঠি, দা, কিরিচ, লোহার রড ও অস্ত্রশস্ত্র হাতে নিয়ে বসতভিটা সম্পত্তির জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য বৈঠকে জোরপূর্বক বৈঠকে বসার জন্য বাধ্য করে। এক পর্যায়ে বৈঠকে না বসার কারণে অসহায় অশোক দাশগুপ্তকে অত্র বসতভূমি থেকে চিরতরে উচ্ছেদ করবে বলে হুমকি দিয়ে যায়। এমনকি অশোক দাশগুপ্তের স্ত্রী রিতা রাণী দাশকে বৈঠকে না বসার কারণে গায়ের কাপড় টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে এবং রামদা চেপে ধরে দেশ ত্যাগ করতে বাধ্য করতে বলে। সন্ত্রাসী মহল রীতা রাণী দাশের বাড়িতে প্রবেশ করে আলমারি থেকে ৩,০০,০০০/- টাকা চুরি করে এবং ১,৩০,০০০/- টাকার স্বর্ণ নিয়ে রীতা রাণী দাশকে তলপেটে লাথি মেরে নিয়ে যায়। সন্ত্রাসীগণ লুটপাটের কার্যক্রম দেখে এবং জীবনের নিরাপত্তার হুমকি আশংকা করে। জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিগত ৩০.০৩.২০২৪ইং তারিখে ও ৩১.০৩.২০২৪ইং তারিখে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট নিরাপত্তার আবেদন করেছেন বলে জানা যায়। এ ব্যাপারে সচেতন মহল সহ প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন অসহায় অশোক দাশগুপ্ত ও তার স্ত্রী রীতা রানী দাশ।