চট্টগ্রাম দর্পণ ও সনাতনী দর্পনের সম্পাদক নিতাই ভট্টাচার্য গতকাল ৪ মে ২০২৪ রাত ১১টায় বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন।গতকাল রাত ১১টায় পত্রিকা অফিস থেকে বাসায় ফিরছিলেন "চট্টগ্রামের দর্পণ" পত্রিকার সম্পাদক নিতাই ভট্টাচার্য। তিনি মোমিন রোড থেকে কাজীর দেউরি যাওয়ার সময় কাজী দেউরি সংলগ্ন সুইমিংপুলের রোডের অন্ধকার রাস্তায় তাকে সন্ত্রাসীরা মোটরবাইক করে এসে আটক করে। তার প্রাণ নাশ করার হুমকি দিয়ে তাঁর কিছু জিনিস কেড়ে নেন এবং জিনিসপত্র দিতে আগ্রহী না হওয়ায় তার শরীরের উপর আক্রমণ করেছে দূর্বৃত্ত সন্ত্রাসীরা। রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে তাঁর পা ভেঙে যায় এবং রিক্সার ড্রাইভারকেও বেধড়ক মারধর করেছে ঐ সন্ত্রাসীরা। চট্টগ্রামের দর্পণের সম্পাদক নিতাই ভট্টাচার্য জীবন বাঁচানোর জন্য নিরুপায় হয়ে চিৎকার করে আশেপাশের মানুষ জড়ো করে। আশেপাশে লোকজন এসে কোনরকম তার জীবন বাঁচিয়েছে এবং তাঁকে উদ্ধার করে সরকারি মেডিকেলের ইর্মারজেন্সি বিভাগে নিয়ে যায় এবং পরবর্তীতে তাঁর পরিবারের সদস্যরা এসে তাঁকে অর্থোপেডিক ইউনিটে নিয়ে যায়। তিনি বর্তমানে অর্থোপেডিক ইউনিটের সামনে ফ্লোরে চিকিৎসাধীন অবস্থায় আছেন।