
শেখ জায়েদ আন্তর্জাতিক কমপ্লিমেন্টারি এন্ড ট্রেডিশনাল মেডিসিন ইউনাইটেড আরব আমিরাতস ২০২৪ পুরস্কার হোমিওপ্যাথিতে নির্বাচিত হয়েছেন। এই বিভাগে ২০২২ সালে এওয়ার্ড পেয়েছেন জর্জ ভিথলকাস, রাজেশ শাহ্, লায়উড ভাসিলিয়েভার মত গুণী চিকিৎসকরা। শেখ জায়েদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ডা. দেবাশীষ কুন্ডুকে উক্ত পুরস্কারে মনোনীত করায় বাংলাদেশের সনাতনী দর্পণ পত্রিকার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডা. দেবাশীষ কুন্ডু সনাতনী দর্পণ পত্রিকার আন্তর্জাতিক সম্পাদক (ইন্ডিয়া) পদে দায়িত্বরত রয়েছেন। তিনি একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও গবেষক। তাছাড়া তিনি আন্তর্জাতিক হলিস্টিক মেডিসিনের সমন্বয়কারী উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। তাঁর এই সাফল্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে অবস্থানরত হোমিওপ্যাথিক চিকিৎসক ও হলিস্টিক কমপ্লিমেন্টারি অনুরাগীরাও অভিনন্দন জানিয়েছেন।