
নিজস্ব প্রতিবেদক: শ্রী শ্রী কান্তজীউ মন্দির কাহারোল থেকে যুগল-বিগ্রহ নৌপথে দিনাজপুর সাধুর ঘাটে এসে পৌঁছালে যুগল বিগ্রহকে বরণ করে নেন সম্মানিত ট্রাস্টি ও জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম বার, দিনাজপুর স্থানীয় সরকারের উপপরিচালক জনাব মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম (অর্থ ও প্রশাসন), সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম,দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিত সিংহ, জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং ও রাজ দেবোত্তরের নির্বাহী সদস্য ডাঃ ডিসি রায়সহ অন্যান্য সদস্যবৃন্দ। এরপর যুগল বিগ্রহ পালকিতে চড়ে পথ ব্রজে ঐতিহ্যবাহী রাজবাড়ীতে গমন করে।