শ্রী শ্রী কান্তজীউ মন্দির কাহারোল থেকে যুগল-বিগ্রহ নৌপথে

নিজস্ব প্রতিবেদক: শ্রী শ্রী কান্তজীউ মন্দির কাহারোল থেকে যুগল-বিগ্রহ নৌপথে দিনাজপুর সাধুর ঘাটে এসে পৌঁছালে যুগল বিগ্রহকে বরণ করে নেন সম্মানিত ট্রাস্টি ও জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম বার, দিনাজপুর স্থানীয় সরকারের উপপরিচালক জনাব মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম (অর্থ ও প্রশাসন), সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম,দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিত সিংহ, জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং ও রাজ দেবোত্তরের নির্বাহী সদস্য ডাঃ ডিসি রায়সহ অন্যান্য সদস্যবৃন্দ। এরপর যুগল বিগ্রহ পালকিতে চড়ে পথ ব্রজে ঐতিহ্যবাহী রাজবাড়ীতে গমন করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন