
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম জন্মতিথি উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সমগ্র বাংলাদেশের সনাতনীদের সাথে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি বাবু সুকুমার চৌধুরী। বক্তৃতায় ৬৪জেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ ও দুর্গাপূজার ছুটি অন্তত দুইদিন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। এছাড়াও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান জন্মাষ্টমীর দিন না করে কিছুদিন আগে করার অনুরোধ জানান যাতে ভক্তবৃন্দকে এলাকায় অনুষ্ঠান রেখে ঢাকায় আসতে না হয়। সারাদেশ থেকে আগত হাজার-হাজার ভক্তবৃন্দ অনুষ্ঠান আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।