চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী প্রফেসর ইসমত আফিয়া (মায়া)র উপর অমানবিক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে “আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ ও উত্তর, দক্ষিণ, মহানগর শাখা”-এর যৌথ উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী প্রফেসর ইসমত আফিয়া (মায়া)’র উপর দীর্ঘদিন যাবত অমানসিক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্স এম এ হাশেম রাজু বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ইসমত আফিয়াকে ঘরে তুলে না নিলে আগামীকাল ২৯ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিকাল ৩টায় আমরণ অনশন কর্মসূচি শুরু হবে। তিনি আরো বলেন, অত্যন্ত দু:খ ও পরিতাপের বিষয়, আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন যাবত নির্যাতিত ইসমত আফিয়াকে কোন ধরনের সহায়তা প্রদান করেননি। ফলে ইসমত আরা আফিয়া বারবার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আইএইচআরসি’র মানবাধিকার কর্মীরা তাকে আশ্বস্ত করে ফিরিয়ে এনেছে। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন আইএইচআরসি’র কো-অর্ডিনেটর মো. আমির হোসেন খান, সভা পরিচালনা করেন মো. আওরঙ্গজেব খান স¤্রাট। বক্তব্য রাখেন আইএইচআরসি’র চট্টগ্রাম বিভাগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল করিম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, সদস্যসচিব এস এম কামরুল ইসলাম, সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মো. ইসমাইল ইমন, হাজী নুর মোহাম্মদ, মো. জানে আলম, আইএইচআরসি’র চট্টগ্রাম দক্ষিণ-এর কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, মো. জসিম উদ্দিন, মো. আলম, নুরুল আমিন আজাদ, তৌফিকুল ইসলাম, হাসান চৌধুরী দিপু, আমিনুল ইসলাম পারভেজ, শিবলী নোমানী প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন