জীবনে উন্নতি আনতে মকর সংক্রান্তির দিন মেনে চলুন

মকর সংক্রান্তি। এই দিনটা অত্যন্ত পবিত্র একটা দিন। এই দিনে অনেক শুভ যোগ রয়েছে। মকর সংক্রান্তির দিন গঙ্গাস্নানের নিয়ম রয়েছে। এ ছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে এই দিন কিছু উপায় পালনের মাধ্যমে জীবনে নানা দিক থেকে উন্নতি আনা যায়।
দেখে নেব এই দিন কী কী করা শুভ:
১) মকর সংক্রান্তির দিন সকাল সকাল গঙ্গায় গিয়ে স্নান করে নিতে হবে। যদি গঙ্গাস্নান সম্ভব না হয়, তা-হলে যে কোনও জলাশয়ে ডুবে স্নান করা যেতে পারে। স্নানের সময় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন।
২) এই দিন সূর্যদেবকে তামার ঘটিতে একটা লাল ফুল, কুমকুম বা লাল চন্দন এবং সামান্য আতপ চাল দিয়ে জল নিবেদন করুন।
৩) মকর সংক্রান্তির দিন একটা রুটিতে ঘি মাখিয়ে, তাতে সামান্য গুড় দিয়ে গরুকে খওয়ান।
৪) এই দিন দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। সম্ভব হলে এই দিন কিছু জিনিস, যেমন কম্বল, গুড়, তিল, লাল বস্ত্র দান করতে পারেন।
৫) এই দিন বাড়ির সদর দরজার সামনে কোনও ভাবে নোংরা রাখা যাবে না। সেই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। আগের দিন বাড়ির ময়লা পরিষ্কার করে রাখতে হবে।
৬) সম্ভব হলে, এই দিন বাড়ির সকল দেবদেবীকে নতুন বস্ত্র পরাতে পাবেন। এই কাজটি করা অত্যন্ত শুভ।
৭) মকর সংক্রান্তির দিন বাড়িতে আগত কোনও মানুষকে খালি হাতে ফেরাবেন না।
৮) এই দিন বাচ্চাদের ঘুড়ি উপহার হিসাবে দিন। মকর সংক্রান্তিতে বাড়িতে ঘুড়ি ওড়ানো খুব শুভ।
৯) ভাল ফল পেতে এই দিন বাড়িতে খিচুড়ি রান্না করে দান করতে পারেন।
১০) এই দিন বাড়ি থেকে কেউ দূরে কোথাও যাত্রা করবেন না, এই কাজটি করা উচিত নয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন