মহাপ্রসাদ কি ও কেন?

মহাপ্রসাদ শব্দটি কে প্রচলন করেন? প্রসাদ ও মহাপ্রসাদের মধ্যে পার্থক্য কি?
মহাপ্রসাদ প্রচলন করেছেন মহাপ্রভু। তবে বর্তমানে অনেকেই মহা অর্থ পবিত্র বলে ব্যাখ্যা করেন।
আসুন জেনে নিই প্রসাদ ও মহাপ্রসাদ এ দুয়ের মধ্যে পার্থক্য কিঃ
প্রসাদঃ দেবতার ভোগ শেষে যা গ্রহন করা হয় তাই প্রসাদ। প্রসাদ অর্থ কৃপা লাভ। প্রসাদের আরও কিছু অর্থঃ-
১)প্রসন্নতা (চিত্তের প্রসাদ)
2) অনুগ্রহ (গুরুর প্রসাদে)
3) দেবতাকে নিবেদিত ভোজ্যসামগ্রী বা গুরুজনের ভুক্তাবশেষ;
প্রসাদ= প্র + √ সদ্ + অ হয়েছে এমন ।
মহাপ্রসাদঃ মহোৎসব শেষে যে প্রসাদ বিতরন করা হয় তাই মহাপ্রসাদ। সাধারনত অনেকে মিলে একসাথে বসে ভগবান শ্রী কৃষ্ণের প্রসাদ গ্রহন হল মহাপ্রসাদ। চৈতন্য চরিতামৃতে আছে,
“যা কৃষ্ণের অধরামৃত তার নাম প্রসাদ আর যা ভক্তভুক্ত অবশেষ তার নাম মহাপ্রসাদ।’
বর্তমানে মহাপ্রভুর ভোগ ও মহাপ্রসাদ হিসেবে ভক্তরা গ্রহন করে থাকে। এ ছাড়া জগন্নাথ দেবের পুরীর নীলাচলের প্রসাদ ও মহাপ্রসাদ হিসেবে পরিচিত।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন