
৮ সেপ্টেম্বর ২০২৩ইং বিকাল ৩টায় চট্টগ্রাম একাডেমিতে দৈনিক শুভেচ্ছা প্রতিদিন-এর ব্যবস্থাপনায় এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন মুক্তিযোদ্ধা ভানু রঞ্জন চক্রবর্তী, সম্মানিত উপদেষ্টা সম্পাদক, দৈনিক শুভেচ্ছা প্রতিদিন, প্রধান অতিথি ছিলেন বাবু অশোক বড়ুয়া, পৃষ্টপোষক ও সহ-সভাপতি, সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদ, মূখ্য আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, সম্মানিত উপ-প্রধান উপদেষ্টা সম্পাদক, দৈনিক শুভেচ্ছা প্রতিদিন, সম্মানিত অতিথিবৃন্দদের উপস্থিত ছিলেন ভদন্ত ড. দীপকংর থের, অধ্যক্ষ, চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহার, বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সৈয়দ উদ্দীন আহমেদ, সাবেক উপাধ্যক্ষ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, রাউজান, এস. এম নাজের হোসেন, ভাইস প্রেসিডেন্ট, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), কেন্দ্রীয় কমিটি, এম. নুরুল হুদা চৌধুরী, চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো: আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মো: আবু জাফর চৌধুরী ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। যে সব গুণীজনকে সংবর্ধনা প্রধান করা হয় তারা হলেন- প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, প্রাক্তন ডীন, যন্ত্র প্রকৌশল বিভাগ, চুয়েট, সম্মানিত প্রধান উপদেষ্টা সম্পাদক, দৈনিক শুভেচ্ছা প্রতিদিন, ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, সম্মানিত উপদেষ্টা সম্পাদক, দৈনিক শুভেচ্ছা প্রতিদিন, অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, মহাসচিব, শুভেচ্ছা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, কবি আশীষ সেন, কবি পূরবী বড়ুয়া, কবি শরণংকর বড়ুয়া, কবি ও প্রাবন্ধিক ড. সবুজ বড়ুয়া, কবি ও গবেষক বিশ্বজিৎ বড়–য়া, কবি ও গবেষক নাফিক আব্দুল্লাহ, কবি মো: সাইমুজ্জামান আখন্দ, কবি ও প্রাবন্ধিক আব্দুল্লাহ মজুমদার, কবি মঞ্জুর আলম মঞ্জু, কবি ফারজানা আফরোজ, কবি আল-আমিন খান।