সনাতনী দর্পণের ভারতের প্রতিনিধি ডা: দেবাশীষ কুণ্ড অংশ নেন EMA India র সদর দফতর হরিদ্বারে অনুষ্ঠিত হোলি খেলা অনুষ্ঠানে

EMA India র সদর দফতর হরিদ্বারে নানা রঙের ফুল দিয়ে হোলি খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল। এতে উপস্থিত ছিলেন সনাতনী দর্পণের ভারতের প্রতিনিধি ডা: দেবাশীষ কুণ্ড।  আরো উপস্থিত ছিলেন   EMA India র সদস্যরা। কেমিক্যাল রং থেকে ত্বক, চোখ এবং পরিবেশের ক্ষতি সম্পর্কে সচেতনতার এই উদ্যোগ। প্রসঙ্গত: ডা: দেবাশীষ কুণ্ড সনাতনী দর্পণের ভারতের প্রতিনিধি  ও সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা পালন করে আসছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন