
দিনাজপুর থেকে রাজু বিশ্বাস: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার উদ্যোগে আসন্ন দুর্গা পূজা বিষয়ক বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ১১টায় দিনাজপুর রাজবাটী শ্রী শ্রী কালীয়াজিয় মন্দির প্রাঙ্গনে দিনাজপুর জেলার পূজা উদযাপন পরিষদ ও পৌরশাখার সদস্যবৃন্দ এবং
১৩টি উপজেলা শখার সভাপতি ও সাঃ সম্পাদকের অংশগ্রহনে বর্ধিত আলোচনা সভায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, বাংলাদেশ পূজা উদযাপন
পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আনন্দনঘন পরিবেশে ধর্মীয়
আনুসাঙ্গিক ও সরঞ্জাম বিধি মেনে ফুল-ফলাদির পর্যাপ্ত ব্যবস্থা রেখে,
ভাবগম্ভীর্য পরিবেশে শারদীয় দূর্গাা উৎসব পালিত হবে। বাংলাদেশ পূজা
উদযাপন পরিষদের নীতি ও সাংগঠনিক উন্নয়নের কার্যক্রমকে ত্বরান্বিত রাখতে আরো গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে অটুট রাখার জন্য পূজা উদযাপন পরিষদের গুরুত্ব অপরীসিম। যা যা যুগ
যুগ ধরে আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক উত্তম
কুমার রায় বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে ভাতৃত্ববোধ, সহমর্মিতা,অসাম্প্রদায়িক ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রয়াস
সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছি। এবার কেন্দ্রীয় কমিটির ২৫টি নিয়মনীতি আলোকে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজাতে কোন রকম নেশা জাতিও দ্রব্যাদি থেকে পরিহার করতে হবে, সেই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য
পরিষদ জেলা শাখর সাধারন সম্পাদক রতন সিং, পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি রনজিত সিংহ, সদর থানার পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট জিতেন্দ্র
নাথ রায়, ফুলতলা কেন্দ্রীয় শশ্মান ও হিন্দু সৎকার সমিতির সাঃ সম্পাদক গৌর চন্দ্র শীল প্রমুখ ।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলার পূজা উদ্যাপন পরিষদের সহ-সাধারন সম্পাদক রঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব কুমার রায় ও প্রচার সম্পাদক রাজু বিশ্বাস, জেলার পুজা উদযাপন পরিষদের পৌর কমিটির সভাপতি রঞ্জিৎ কুমার দাস,
সাঃ সম্পাদক দূর্জয় দাস তিতন, যুব ঐক্য পরিষদের সভাপতি ড. গৌরাঙ্গ সরকার ও সাঃ সম্পাদক জয়ন্ত মিশ্র, মহিলা ঐক্য পরিষদের সাঃ সম্পাদক মল্লিকা দাস, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অমৃত রায় এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের
খানসামা উপজেলা শাখার সাঃ সম্পাদক ধীমান কুমার রায়, চিরিরবন্দর উপজেলার
সাঃ সম্পাদক নারায়ন চন্দ্র রায়, পার্বতীপুর উপজেলার সাঃ সম্পাদক দিপেস রায়, বীরগঞ্জ উপজেলা সাধারন সাঃ মহেশ চন্দ্র রায়, ঘোড়াঘাট কাহারোল উপজেলা সভাপতি কার্তিক চন্দ্র রায়, কাহারোল উপজেলা সভাপতি রাজেন্দ্র দেব নাথ,
ফুলবাড়ী উপজেলা সভাপতি অনিল চন্দ্র সরকার, হাকিমপুর উপজেলা সাঃ সম্পাদক সুমন মন্ডলসহ জেলার পূজা উদযাপন পরিষদের নির্বাহী সদস্য কংকন কর্মকার, রাজু কুমার দাস, পৌর কমিটির যুগ্ম সাধারন সম্পাদক প্রশান্ত কুমার জুন, সাংগঠনিক সম্পাদক উদয় চক্রবর্তী, প্রচার সম্পাদক উত্তম, নির্বাহী সদস্য সৌরভ রায়সহ কমিটির অন্যান্য সদস্যগন।
উল্লেখ্য যে এবার জেলার পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী জেলায় মোট ১২৯৪টি দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩টি উপজেলার মধ্যে সদরে ৬৫,
খানসামা ১৩৬, ঘোড়াঘাট ৪০, চিরিরবন্দর ১৫৭, বীরগঞ্জ ১৬২, পার্বতীপুর ১৫০,নবাবগঞ্জ ৭৫, কাহারোল ১০৯, হাকিমপুর ২১, বোঁচাগঞ্জ ৮৩, ফুলবাড়ী ৫৯,
বিরামপুর ৪২, বিরল ৯৭ টি মন্ডবে দুর্গা পূজা হবে।