
ডাঃ দেবাশীষ কুণ্ডু
কথায় বলে পোড়া কপাল শত চেষ্টাতেও ফেরে না, দৈবের দুর্বিপাক, প্রভৃতি। জীবনে সুদিনের আশায় মানুষ জ্যোতিষী , তান্ত্রিক, সাধু, উলেমা, ফকিরের পিছনে ছুটে ক্লান্ত আর হতাশা গ্রস্থ হয়ে পড়ে কিন্তু সুদিন ফিরেছে এরকম খুব কমই দেখা যায়। আসলে দুর্ভাগ্যের পিছনে থাকে কর্ম বা কর্মা এবং অভিশাপ। দুর্ভাগ্য অথবা দুঃসময়ের সঠিক কারণ খুঁজে যথাযথ প্রতিকার করলে সুদিন আসতে পারে।
সূর্য: শিবের অভিশাপ, পিতার অভিশাপ, গরুড় এর অভিশাপ
চন্দ্র: মায়ের অভিশাপ
মঙ্গল: কার্তিকেয় বা গ্রাম্য দেবতা বা শত্রুর অভিশাপ
বুধ: বিষ্ণুর অভিশাপ, যুবকদের অভিশাপ
বৃহস্পতি: ব্রাহ্মণের অভিশাপ, গাছের অভিশাপ
শুক্র: নারীর অভিশাপ, গরুর অভিশাপ
শনি: মৃত আত্মার অভিশাপ, যম অথবা পিপল গাছ এর অভিশাপ
রাহু: সর্পের অভিশাপ
কেতু: ব্রাহ্মণের অভিশাপ
বৈদিক জ্যোতিষ
মজার নয় এবং এই ধরনের গ্রহদশার যা পূর্বজন্মের কর্মের সঙ্গে সম্পর্কযুক্ত তা
সম্পূর্ণরূপে প্রতিহত করা উচিত।